খুলনা ছয়টি আসনেই নৌকার বিজয়
- আপডেট সময় : ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৬৮
মোক্তার হোসেন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৭ জানুয়ারি রবিবার রাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী, খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের ১১০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৬২ ভোট।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের ১৫৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের সেখ সালাহ উদ্দিন জুয়েল নৌকা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৮৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. গাউসুল আজম ৩ হাজার ৮৪১ ভোট পেয়েছেন।
খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী) আসনের ১১৬ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের এসএম কামাল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল-মামুন লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৮৭৩ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবার প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হলেন।
খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের ১৩৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা কেটলি প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ১৩৫ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৪২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিএম মাহাবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট। নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।