আলমডাঙ্গায় পান বাজারে ভয়াবহ আগুন
- আপডেট সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ৭৫
মাহমুদ হাসান রনি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আসমানখালী বাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গার আসমানখালী বাজারের পান ও পাটকাঠির হাটে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাটকাঠির হাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার দু’টি করে মোট চারটি ইউনিট কাজ করেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাটকাঠির গাদা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রন করা এবং আগুন যাতে লোকালয় বা পান বরজে ছড়াতে না পারে, সে জন্য চেষ্টা করা হয়েছে।