পাইকগাছায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১০:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৮৬
আজিজুল ইসলাম:
খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসটির শুভ উদ্বোধন করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (খুলনা-৬) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি মো. রশীদুজ্জামান মোড়ল।
আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুক্ত অধিকারী, রিপন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ বাছাড়, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাওন, আবির হাসান অনিক, দপ্তর সম্পাদক সংগ্রাম আচার্য, সোলাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম রায়হান, লস্কর ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক ওলিউর রহমান সেলিম, সৌমেন মন্ডল, সোহানুর রহমান সোহান, আতাহারুল ইসলাম লাবিব, মহিবুল্লাহ গাজী, রায়হান হোসেন রনি, টুটুল দেবনাথ, সাইফুল ইসলাম, পূজা সরকার প্রমুখ।