মতলব (উল্টর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামে পৈতৃক সম্পত্তিগত বিরোধের জেড় ধরে ছোট ভাই কর্তৃক বড় ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ২ ডিসেম্বর এই ঘটনার পর মোশারফ হোসেন মিজির ছেলে মো. সাইমুন হোসেন (২৬) বাদী হয়ে শনিবার (৩ ডিসেম্বর) মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। এতে বিবাদী করা হয় তবদিল হোসেনের ছেলে মো. শাহ আলম প্রকাশ আল আমিন মিজি (৪০) ও তার স্ত্রী রত্না আক্তার বিউটি সহ অজ্ঞাত নামা ২/৩জ কে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা বাদীর আপন চাচা ও চাচী হন। বিবাদীরা দীর্ঘদিন যাবৎ বাদীর বাবার পৈর্তৃক মালিকানা জায়গা জমি জোরপূর্বক দখল করে রাখে এবং এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক সেবন সহ বিক্রি করে আসছে। বিবাদীদের বেপরোয়া কর্মকান্ডে বাদী তার বাবা মাকে নিয়ে বাড়ীতে বসবাস করতে পারেন না। বাড়ীতে আসলে তাদেরকে গালমন্দ সহ লাঠি-সোটা নিয়ে মারধর করে। গত ২ ডিসেম্বর বিকাল ৪.৩০ ঘটিকায় বাদী সহ তার বাবা তাদের বাড়ীতে আসলে, বিবাদীরা সহ আরো সহযোগী ২/৩ জনকে সাথে নিয়ে হাতে লাঠি-সোঠা, লোহার ধারালো দা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে।
বাদী মো. সাইমুন হোসেন বলেন, আমার বাবাকে শ্বাসরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরে। আমার বাবার বুক পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা আমার চাচা নিয়ে গেছে। আমার বাবার ডাক চিৎকার শুনে আমি সহ স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আমার বাবাকে প্রাণে রক্ষা করি। উক্ত বিবাদীরা আমাদের বাড়ীঘর জ্বালিয়ে পুড়িয়ে ক্ষতি সাধন সহ আমরা যদি জায়গা জমির মালিকানা দাবী করি, আমাদেরকে স্বপরিবারে খুন করে আমাদের লাশ গুম করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে। আমি স্থানীয় লোকজনদের সহায়তায় আমার বাবাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না