বাগেরহাট প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার জাদা বাজার নদী সংলগ্ন এলাকা থেকে ৬৩ বোতল ইন্ডিয়ান বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার জাদা বাজার নদী সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বুধবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন'র মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা জাদা বাজার নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ইন্ডিয়ান বিয়ারসহ একটি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করে।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভর হয়নি বলে জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত ইন্ডিয়ান বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না