দশ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ ও লিটন হায়দার
- আপডেট সময় : ০৩:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৭৭
প্রতিদিনের বিনোদন:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। তারা দুজন পূর্বাচল নতুন শহর প্রকল্পে এই প্লট বরাদ্দ পান। এর মধ্যে আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠা ও প্রযোজক লিটন হায়দারকে ৩ কাটার একটি করে প্লট।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাজউক সূত্র এই তথ্য জানিয়েছে। আরিফিন শুভ গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। অন্যদিকে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার প্রযোজক ছিলেন লিটন হায়দার।
রাজউক সূত্র জানায়, গত ২৭ নভেম্বর রাজউকের ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। একই বোর্ড সভায় ৩ কাঠার একটি প্লট লিটন হায়দারের নামে বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভ ও লিটন হায়দারের ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের কথা জানান বলে জানা গেছে।