মোক্তার হোসেন:
নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনার কয়রা উপজেলার বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা। তাদের এই আনন্দে খুশি অভিভাবকরাও।
সরেজমিনে গিয়ে দেখা গেছে সারাদেশের ন্যায় খুলনার কয়রা উপজেলার বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল মাদ্রাসায় উপস্থিত হয় শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় বই বিতরণ কার্যক্রম শুরু হলেও অনেক আগেই মাদ্রাসায় উপস্থিত হয় আগামীর ভবিষ্যৎ কোমলমতি শিক্ষার্থীরা।
বই বিতরণ কার্যক্রম শুরুর পর মুহূর্তেই নতুন বইয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কোমলমতি শিক্ষার্থীরা বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলো জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনেক শিক্ষার্থী বলেন, ‘বই পাব সেই টেনশনে রাতে ঠিকভাবে ঘুমোতে পারিনি। বই নিতে সকাল সকাল মাকে নিয়ে স্কুলে এসেছি। বই পেয়ে আমাদের অনেক আনন্দ লাগছে। বাড়িতে নিয়ে গিয়ে বই পড়া শুরু করব।
সোমবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠান প্রধান সুপার মাও. এ কে এম আজহারুল ইসলামের তত্ত্বাবধায়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সুপার মাও. এ,কে এম আজহারুল ইসলাম কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষার বিকল্প কিছু নেই। তোমরাই একদিন এদেশের সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করবে। তাই তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আদর্শবান হয়ে গড়ে উঠতে হবে।
এতে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেন বাবলু। আইসিটি শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সহকারী শিক্ষক মাষ্টার আব্দুস সালাম, কুমারেশ চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, মাও. আব্দুল হক, মাও. আব্দুস ছালাম, মাষ্টার শফিকুল ইসলাম, সহ-সুপার মাও. আব্দুল খালেক, মাও. সাজ্জাদুল ইসলাম, মাও. নজরুল ইসলাম, ক্বারী নূরুল হক, মনিজুর রহমান প্রমুখ ।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সুশৃংখল ভাবে সাজানো গুছানোর নিষ্ঠাবান দায়িত্ব পালন করেছেন মাকসুদুর রহমান। জানা গেছে তিনি প্রতিষ্ঠানের প্রতিটি কাজ নিষ্ঠার সাথে পালন করে আসছেন। এবং শিক্ষকদের কাছে প্রিয় হয়ে প্রশংশায় ভাসছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক মোক্তার হোসেন, অফিস সহকারী মনিরুজ্জামান, মাহফুজ, রাবেয়া খাতুন, সালেক এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না