০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা, আহত-৭

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • / ৭৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় অন্তত সাতজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন নিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছকে আটক করে।
হামলায় আহতরা হলেন, কলমাকান্দা উপজেলার পাইপুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ভুঁইয়ার ছেলে আনোয়ার ভুঁইয়া (২২), শিলারকাকুরিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে রাজু মিয়া (৪৫), পাইপুকুরিয়া গ্রামের আ. সাত্তার ভূঁইয়ার ছেলে মামুন ভুঁইয়া (২৮), ওই গ্রামের মৃত রুস্তম আলী ভুঁইয়ার ছেলে আ. গণি ভুঁইয়া (৫৫), বেনুয়া গ্রামের আবুল হোসেন হাসেমের ছেলে মো. জুলহাস মণ্ডল সাকি (৩৫) ও মইপুকা গ্রামের মৃত তোরাব আলীর ছেলে কামরুজ্জামান (৩৬)।
এ হামলার ঘটনায় সোমবার ভোরে স্বতন্ত্র প্রার্থী ঝুমা তালুকদার কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকপাড়া বাজারের চৌরাস্তা এলাকায় সাবেক (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। নির্বাচনী প্রচারণা শেষে দুর্গাপুর থেকে বাড়ি ফেরার পথে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল পুকুরে ফেলে দিয়ে অপর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমা বলেন, এ আসন থেকে আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া জননেত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে, এ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার জয়প্রিয়তার ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের মেরে ফেলার হুমকি, প্রচারে বাধা প্রদানসহ নানা অপপ্রচার চালাচ্ছে নৌকা প্রার্থী মোশতাক আহমেদ রুহীসহ নৌকার কর্মী ও সমর্থকরা। এমতাবস্থায় প্রধানমন্ত্রী যে প্রতিযোগিতা, অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন সেটি নিয়ে ভোটারদের মধ্যে নানা সংশয় দেখা দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদ বলেন, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অভিযোগ করা হচ্ছে। আমার কোনো কর্মী সমর্থক এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।
উল্লেখ্য যে, জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি এ আসনের তিন বারের সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করেছিলেন তিনি। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এবার উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
হামলার শিকার মামুন ভুঁইয়া বলেন, ‘গত রাতে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে দেশি অস্ত্র নিয়ে সে আমাদের মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাওয়া করে। এ সময় জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে আমরা পালিয়ে যেতে চাই তখন হামলাকারীরা আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে আমাদের বেধড়ক মারধর করে। আমরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জীবন নিয়ে বেঁচে আসছি। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই মামলা নেওয়া হয়েছে। রাতেই প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা, আহত-৭

আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় অন্তত সাতজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন নিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছকে আটক করে।
হামলায় আহতরা হলেন, কলমাকান্দা উপজেলার পাইপুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ভুঁইয়ার ছেলে আনোয়ার ভুঁইয়া (২২), শিলারকাকুরিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে রাজু মিয়া (৪৫), পাইপুকুরিয়া গ্রামের আ. সাত্তার ভূঁইয়ার ছেলে মামুন ভুঁইয়া (২৮), ওই গ্রামের মৃত রুস্তম আলী ভুঁইয়ার ছেলে আ. গণি ভুঁইয়া (৫৫), বেনুয়া গ্রামের আবুল হোসেন হাসেমের ছেলে মো. জুলহাস মণ্ডল সাকি (৩৫) ও মইপুকা গ্রামের মৃত তোরাব আলীর ছেলে কামরুজ্জামান (৩৬)।
এ হামলার ঘটনায় সোমবার ভোরে স্বতন্ত্র প্রার্থী ঝুমা তালুকদার কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকপাড়া বাজারের চৌরাস্তা এলাকায় সাবেক (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। নির্বাচনী প্রচারণা শেষে দুর্গাপুর থেকে বাড়ি ফেরার পথে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল পুকুরে ফেলে দিয়ে অপর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমা বলেন, এ আসন থেকে আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া জননেত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে, এ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার জয়প্রিয়তার ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের মেরে ফেলার হুমকি, প্রচারে বাধা প্রদানসহ নানা অপপ্রচার চালাচ্ছে নৌকা প্রার্থী মোশতাক আহমেদ রুহীসহ নৌকার কর্মী ও সমর্থকরা। এমতাবস্থায় প্রধানমন্ত্রী যে প্রতিযোগিতা, অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন সেটি নিয়ে ভোটারদের মধ্যে নানা সংশয় দেখা দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদ বলেন, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অভিযোগ করা হচ্ছে। আমার কোনো কর্মী সমর্থক এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।
উল্লেখ্য যে, জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি এ আসনের তিন বারের সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করেছিলেন তিনি। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এবার উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
হামলার শিকার মামুন ভুঁইয়া বলেন, ‘গত রাতে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে দেশি অস্ত্র নিয়ে সে আমাদের মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাওয়া করে। এ সময় জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে আমরা পালিয়ে যেতে চাই তখন হামলাকারীরা আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে আমাদের বেধড়ক মারধর করে। আমরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জীবন নিয়ে বেঁচে আসছি। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই মামলা নেওয়া হয়েছে। রাতেই প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন