বান্দরবান সংবাদদাতা
চকরিয়া উপজেলায় 'আল কোরআন সংগঠন' কর্তৃক কোরআনে পাকের তেলাওয়াত প্রতিযোগীতা-২২ এ সর্বোচ্চ ১০০ নাম্বার পেয়ে সানাউল্লাহ প্রথম স্থান অধিকার করেছেন। শনিবার (৩ ডিসেম্বর) চকরিয়া বেতুয়া বাজারস্ত শিক্ষানীড় কমপ্লেক্স প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব (এলএলএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়ারচর মাদরাসার পরিচালক মাওলানা ক্বারী নুরুচ্ছুলতান সাহেব।
প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারকারী সানাউল্লাহ প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। প্রতিষ্ঠান পর্যায়ে ধারাবাহিক ৫ম বারের মতো প্রথম হওয়ায় ভরন্যারচর মাদরাসাকে পাঁচ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়। প্রধান অতিথির হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করেন ভরন্যারচর তা'লীমুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ্। কৃতি ছাত্র সানাউল্লাহ প্রতিষ্ঠান পর্যায়ে প্রথম হওয়া ভরন্যারচর মাদরাসারই শিক্ষার্থী।
ভরন্যারচর মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আখতার হোসাইন বলেন, আমাদের মাদরাসার অংশগ্রহণকারী শিক্ষার্থী ১৩ জন ‘এ প্লাস’, ১২ জন ‘এ’ ও ২ জন ‘বি’ গ্রেডে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সকল প্রতিষ্ঠানকে পেছনে ফেলে ৫ম বারের মতো ৮৭.৩৬ নাম্বার পেয়ে প্রতিষ্ঠান পর্যায়ে ১ম স্থান অধিকার করেন। আমাদের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সফলতায় আমরা অনেক আনন্দিত। আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক দোয়া ও সহযোগীতা চাই।
উল্লেখ্য, গত ১০ই নভেম্বর কোরআন বৃত্তি প্রতিযোগীতা-২২ইং চকরিয়া বেতুয়া বাজারস্ত শিক্ষা নীড় কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী সংখ্যা ছিলো প্রায় ৩৬০ জন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না