মোক্তার হোসেন:
দক্ষিণ খুলনার অন্যতম ঐতিহ্যবাহি দ্বীনি প্রতিষ্ঠান কয়রা উপজেলার বগা পশ্চিম পাড়া মদিনাতুল উলুম তালিমুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার সকল বিভাগের ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছ। আজ সকাল ১০ টায় মাদ্রাসার সভাপতি মুফতি ফয়েজ আহমেদ বীন আনসারীর সভাপতিত্বে মাদ্রাসার সকল বিভাগের ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাষ্টার হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কচুয়া শাখার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রেজওয়ান আলী, ক্বারী নজরুল ইসলাম, মাওঃ দেলোয়ার হোসাইন পেশ ইমাম, জমিদাতা আহমেদ আলী গাইন, সিনিয়র শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি হারুন অর রশিদ বলেন, অজ পাড়া গাঁয়ে এমন ব্যাতিক্রম ধর্মী প্রতিষ্ঠান সত্যিই প্রশংসনীয়। সুন্দর হাতের লেখা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে নৈপুণ্যতা অর্জন ধর্মীয় শিক্ষা ক্ষেত্রে বিরল হয়ে থাকবে। যার সুনাম ও সুক্ষ্যতী সর্বমহলের কাছেই জানা। প্রতিষ্ঠানের নূরানী বিভাগও এখন অন্যতম বৈশিষ্ট্য স্থাপন করে চলেছে। তিনি আগামী ২০২৪ শিক্ষাবর্ষ হতে নূরানী বিভাগকে আরও সমৃদ্ধ করণের লক্ষে উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
প্রতিষ্ঠানের মুহতামিম বলেন, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠজীব হিসেবে মানুষের জন্য অন্যতম মৌলিক কাজ হলো আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত জীবনব্যবস্থার আলোকে নিজ জীবনকে গঠন করা। আর এজন্য প্রয়োজন দ্বীনি শিক্ষা, কুরআন ও হাদীসের যথাপোযুক্ত শিক্ষা অর্জন। অত্র মাদ্রাসার সেই শিক্ষার পাশাপাশি একজন মানুষের ইহকালীন জীবন যাপনের যাবতীয় প্রয়োজনীয় জ্ঞান বিতরণে প্রচেষ্টা অব্যাহত রাখছে। প্রতিষ্ঠানের সভাপতি মুফতি ফয়েজ আহমেদ বীন আনসারী তার আলোচনায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক ও কমিটির সদস্যদের উন্নতির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করার আহবান জানান
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না