আজিজুল ইসলাম:
খুলনার পাইকগাছা পৌরসভার কোর্ট, গার্লস স্কুল ও স্মৃতিসৌধ সংলগ্ন মেইন রাস্তার পার্শের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে পৌর কতৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু'কে অবহিত করে স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে উল্লেখিত অবৈধ স্থাপনা অপসারণ করেছেন।
দেখা যায়, পাইকগাছা কোর্ট চত্ত্বরে পূর্ব পাশে সরকারি জায়গার উপর পৌরসভা কতৃক নির্মিত ডাস্টবিন বন্ধ করে ষোলাদানা ইজিবাইক সমিতি অফিস ঘর করে। একারণে পাশে থাকা ডাস্টবিনটির পথ বন্ধ হয়ে যায়। ফলে ডাস্টবিনে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে স্থানীয় এলাকাবাসী সহ কোর্ট, গার্লস স্কুল ও পথচারীদের প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হয়। এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসী পৌরসভার মেয়র বরাবর গণস্বাক্ষরিত একটি অভিযোগ করেন।
এবিষয়ে স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন, এটা পৌরসভার একটা ব্যস্ততম সড়ক, প্রতিনিয়ত এ সড়ক দিয়ে কোর্ট, আইনজীবী সমিতি, স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয়। তাছাড়া এখানে পৌরসভার ডাস্টবিন বন্ধ করে আমাদেরকে কোনো কিছু না জানিয়ে ষোলাদানা ইউনিয়নের ইজিবাইক সমিতি অফিস ঘর করে। ফলে ডাস্টবিনটি ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকাবাসী পৌরসভায় অভিযোগ করলে আমরা ইজিবাইক সমিতির অবৈধ অফিস ঘর মেয়র এর নির্দেশে অপসারণ করেছি।
এসময়ে উপস্থিত ছিলেন, এ্যাড: আবু হানিফ সোহেল, মোঃ শাহীনুর রহমান শাহীন,এস এম সাহেদুজ্জামান বাবু, সামাদ গাজী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নুরুজ্জামান হোসেন, পাপ্পু প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না