নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপিকে নির্বাচিত করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট যাচ্ছেন খসরু চৌধুরীর স্ত্রী নীপা চৌধুরী।
তিনি ১৮ ডিসেম্বর থেকে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্বামী খসরু চৌধুরীর জন্য ভোট প্রার্থনা করছেন। এ সময় ভোটাররা খসরু চৌধুরীকে কেটলি মার্কায় ভোট দিবেন বলে আশ্বাস দিচ্ছেন।
আজ মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত এলাকায় গণসংযোগের মাধ্যমে কেটলি মার্কায় ভোট চান নীপা চৌধুরী। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নীপা চৌধুরী বলেন, খসরু চৌধুরী সকাল থেকে মাঝরাত অবধি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা-১৮ আসনের সব মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করেন। আমার স্বামী এমপি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনকে জলাবদ্ধতামুক্ত, পরিস্কার-পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত বাসযোগ্য নগরীতে পরিণত করবেন বলে আমি বিশ্বাস করি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না