বরিশাল প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত তিনবারে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে প্রচার-প্রচারনায় ব্যাপক সারা ফেলেছে।
বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়ন ২নং ওয়ার্ড বোতরা বাজারের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু'র ট্রাক মার্কার নির্বাচনী কার্যালয় ২৫ ডিসেম্বর গভীর রাত্রে আগুন দিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষরা। এতে কার্যালয়ের চেয়ার টেবিল ও ট্রাক মার্কার ব্যানার পুড়ে ছাই হয়ে যায়।
স্বতন্ত্র প্রার্থী শামসুর আলম চুন্নু জানান, নির্বাচন প্রচার প্রচারণা শুরুর প্রথম থেকেই নৌকা মার্কার প্রার্থী হাফিজ মল্লিক নিজে আমার কর্মী-সমর্থকদের বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। বিভিন্ন স্থানে আমার ব্যানার পোস্টার ছিরে ফেলানো হচ্ছে। এরি ধারাবাহিকতায় গত রাতে রঙ্গশ্রী ইউনিয়নে আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে নৌকা মার্কার সমর্থকেরা।
বাকরগঞ্জ থানার ওসি তদন্ত মস্তফা জানান, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা গভীর রাত্রে আগুন দিয়েছে। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না