প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি রপ্তানি মুখে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার ক্যামিকেল গোডাউন পুরে ছাই হয়ে গেছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াব এলাকায় অবস্থিত এইচ এস টেক্সটাইল মিল নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএমডি ফখরুল ইসলাম জানান, এইচ এস টেক্সটাইল কারখানার ক্যামিকেল গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পেরে তা পুরা গোডাউন জুড়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস, ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ততক্ষণে গোডাউনের সেটসহ গোডাউনে থাকা কেমিক্যাল ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না