ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দুই ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৬৮
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজের পশ্চিম ঢালে চট্টগামমুখী লেন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, আকাশ আহম্মেদ অভি (২৩) এবং মো.আবিদ হাসান (২২)।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, আজ সন্ধ্যায় মো.মনির উদ্দিন এবং জোবায়ের আহম্মেদ সৌরভ নামের দুই পথচারীর কাছ থেকে দুটি এনড্রয়েড মোবাইল সেট নিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ হাতেনাতে তাদের অনুসরন করে ওই দুই ছিনতাইকারীকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হোন। এসময় ছিনতাই কাজে ব্যবহারকৃত মোটরসাইকেল জব্দ ও এনড্রয়েড মোবাইল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।