বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত-১
- আপডেট সময় : ০৮:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ৬৭
বাগেরহাট প্রতিনিধি:
সড়ক দূর্ঘটনায় বাগেরহাট পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি (৬৮) নিহত হয়েছেন। শনিবার, ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকার আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। সড়ক দূর্ঘটনায় নিহত বিএনপি নেতা মনি বাগেরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও ক্রিড়া সংগঠক ছিলেন। তার বাড়ী বাগেরহাট শহরের সরুই এলাকায়। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। এদিকে সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যুর খবরে বাগেরহাটের সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কাটাখালি হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকার আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘষের্র খবর পাই। আমরা ঘঠনাস্থল পৌছে দূর্ঘটনায় নিহত বিএনপি নেতা মনিরুজ্জামান মনির মৃতদেহ দেখতে পাই। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহটি সুরতহালের জন্য ফকিরহাট থানায় পাঠানো হয়েছে।