মাহমুদ হাসান রনি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু'জনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, শুক্রবার দিনগত রাত সোয়া ১ টার দিকে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানা থেকে নাশকতা মামলায় এজাহার ভুক্ত পলাতক আসামি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইন্তাজুল হকের ছেলে জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ময়েন উদ্দিন ময়েন(৪৫)কে গ্রেপ্তার করে।
অপরদিকে শুক্রবার দিনগত রাত ১০ টার সময় জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রাম থেকে দেশে নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে পেয়ারাতলা গ্রামের সিদ্দিক খানের ছেলে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী হোসেনকে (৬২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় আলী হোসেনের কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমা সদৃশ বস্তু, ৫টি বাঁশের লাঠি, ২টি লোহার রড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিএনপির এ দু'নেতাকে গ্রেপ্তারের বিষয়টি জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গ্রেফতার কৃতদেরকে শনিবার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না