জনগণ অগ্নি সন্ত্রাসীদের বয়কট করেছেন: বদিউজ্জামান সোহাগ
- আপডেট সময় : ০৬:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৬৬
বাগেরহাট প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের ২য় দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২০ ডিসেম্বর বিকেল ৩টার দিকে সোনাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভার আয়োজন করে।
পুটিখালী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ বক্তব্য তিনি এই কথা বলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, অহিদুজ্জামান মনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম। এর আগে, বলইবুনিয়া, হোগলাবুনিয়া ও বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা প্রতীকের পক্ষে আরও তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।