খেলাধূলার সাথে জড়িত থাকলে মাদক থেকে দূরে থাকা যায়: মিজানুর রহমান
- আপডেট সময় : ০৬:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ৬১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান বলেছেন, খেলাধূলার সাথে জড়িত থাকলে মাদক থেকে দূরে থাকা যায়, খেলাধুলার সাথে জড়িত থাকলে শরীর ও মন ভলো থাকে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আজ মহান বিজয় দিবস, বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা, বীরাঙ্গনা আর শহীদমাতাদের ।
তিনি আরো বলেন, এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সবসময় খেলাধুলার আয়োজন করবেন আমি আপনাদের পাশে আছি, থাকব। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল ইসলামেরে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইজুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামীম আহাম্মেদ ও সালাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন, ফয়সাল, মাজহারুল, ওয়াফি, নাদিম, শাহাজালাল, সুজন, বাদশা, সজল ও সাকিব প্রমূখ।