ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ৬০
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :-
যশোরের ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ৮টা উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলার মোড়ের মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্থানীয় বিএম হাই স্কুল মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ ও উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা করেন উপজেলা প্রশাসন, থানার প্রশাসন, পৌর কার্যালয়, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুল, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছার জোনাল অফিস। এছাড়াও পৌর কার্যালয়ের আয়োজনে পৌর চত্বরে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া, বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন বনাব পৌরসভা নাগরিক একাদশের মধ্যে প্রতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় উপজেলার উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছার জোনাল অফিসের ডিজিএম মেসবাহ উদ্দিন, এজিএম রুবেল রানা।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল সভাপতির বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতির অন্যান্য গৌরবোজ্জ্বল দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে ক্লান্ত বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদ ও দুই লক্ষ সম্ভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজকের এই বিজয়ের ৫২ বছর পূর্তিতে ঐতিহাসিক এই লগ্নে আমি ঝিকরগাছাবাসী সহ সকলকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।