বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে ডিজে নাইরা
- আপডেট সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / ১০৪
বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে ডিজে উম্মে আম্মারা নাইরা। ‘ডিজে নাইরা’ নামেই জনপ্রিয় তিনি। ছোটবেলা থেকেই নাচ-গানের প্রতি আগ্রহ থাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ শিখেন তিনি। পরর্বতীতে ২০১৩ সাল থেকে মিডিয়াতে কাজ শুরু করেন নাইরা এবং ২০১৫ সালে ভিট চ্যানেল আই টপ মডেল মিস দিবা হোন নাইরা। ২০১৯ সালে ডিজে ক্যারিয়ার শুরু করেন উম্মে আম্মারা নাইরা।নাইরা জানান, বিদেশে ডিজে মিউজিক অনেক জনপ্রিয়। খুব সহজে দর্শকের কাছে পৌঁছানো যায়। বাংলাদেশে ডিজে মিউজিককে আরো জনপ্রিয় করার জন্যে আমার কিছু কর্মপরিকল্পনা আছে। ডিজের পাশাপাশি তিনি মিউজিক প্রোডাকশনের কাজ শুরু করেছেন। ফিমেল ডিজে হিসেবে মানুষের মধ্যে যে খারাপ ভাবনা গুলো আছে ফিমেল ডিজেদেরকে নিয়ে সেগুলো ও তিনি দূর করতে চান ভালো কাজের মাধ্যমে শীতকালীন সময়ে বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন।