বাগেরহাট প্রতিনিধি:-
বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল পৌনে সাতটায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, পৌর প্রশাসন, থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেস ক্লাব সহ সর্বস্তরের মানুষ।
আজ শনিবার, সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে বিজয় দিবসের কুচকাওয়াজের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে মোরেলগঞ্জ থানা পুলিশ, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সবশেষে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না