নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকার মুগদা এলাকায় 'জামিআ শামসুল উলুম দারুসসুন্নাহ মাদ্রাসা'র প্রায় শতাধিক এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শুক্রবার, ১৫ ডিসেম্বের এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনতার মঞ্চ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ওমর ফারুক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া।
সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ওমর ফারুক বলেন, এতিম ছাত্রদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমি মনে করি এই শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণের মাধ্যমে দরিদ্র এতিম ছাত্রদের মাঝে কিছুটা হলেও শীতের কস্ট লাগব হবে। জনতার মঞ্চ ফাউন্ডেশনের এমন মহতি কর্মকাজে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। পাশাপাশি সংগঠনের চলমানধারা অব্যাহতি থাকবে বলে আমি আশা করছি। তিনি আরো বলেন, আমি সর্বদা জনতার মঞ্চ ফাউন্ডেশনের পাশে থাকবো। এই সংগঠনটি আজ সাত বছরে অতিক্রম করেছে। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনটিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল ভূঁইয়া বলেন, আমরা চেষ্টা করি সমাজের অন্যান্য মানুষের মতো অসহায়, সুবিধাবঞ্চিত এতিম মানুষরাও শীতকে যেনো সুন্দর ভাবে উপভোগ করতে পারেন। আমরা চাই তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হোক তাই আমাদের এ সামান্য প্রয়াস। আমরা প্রতিবছর আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এবার ছিল আমাদের সংগঠন 'জনতার মঞ্চ ফাউন্ডেশন' এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী। তিনি আরো বলেন, আমাদের ব্যাক্তিগত কোন চাওয়া পাওয়া নেই, মানুষ হয়ে যেনো মানুষের পাশে দাঁড়াতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং চাওয়া। আমাদের এই পথচলায় সকল সদস্য ও শুভাকাঙ্খীসহ যারা সর্বদা সংগঠনের পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন, পথ দেখিয়েছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা জানাই। সামনের দিনগুলোতেও সবাই 'জনতার মঞ্চ ফাউন্ডেশন' এর পাশে থাকবেন, পথ দেখাবেন এটাই প্রত্যাশা করছি।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আল-আমীন, সদস্য সচিব মোঃ সাইমন, সংবাদ বিষয়ক সম্পাদক, বাবুল ব্যাপারী, দপ্তর সম্পাদ, আবদুল মালেক আজাদ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না