বিজয় তুমি
কবি : রিপন গুণ
বিজয় তুমি এসেছিলে!
বাহান্ন'র ভাষা শহীদের রক্তের জোয়ারে ভেসে,
ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর
একাত্তরের ৭ই মার্চের অগ্নিঝরা ভাষনে।
বিজয় তুমি এসেছিলে!
কোটি বাঙালীর মুক্তিকামী প্রাণের স্পন্দনে,
লাখ শহীদের রক্তগঙ্গায় ভেসে-
বাংলার সূর্য সন্তানদের নির্ভয়ে আত্মাহুতিতে।
বিজয় তুমি এসেছিলে!
সন্তানহারা মায়ের বুক ফাটা হাহাকারে,
লক্ষ মা-বোনের ইজ্জততের বিনিময়ে আর
বীরাঙ্গনা মায়ের শাড়ির পবিত্র আঁচলে।
বিজয় তুমি এসেছিলে!
রণাঙ্গনের বীর যোদ্ধাদের, মুক্তির অগ্নিশপথে
দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে-
রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আত্মসমর্পণে।
বিজয় তুমি এসেছিলে!
একাত্তরের ১৬ই ডিসেম্বরে-
শস্য-শ্যামল এই বাংলার আঙিনা জুড়ে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না