মোজাম্মেল হক:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটে স্বাধীনতার ৫২ বছর উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি ওসমানী স্মৃতি এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানকে ওসমানী স্মৃতি এ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার পক্ষে এই এ্যাওয়ার্ড গ্রহন করে তার বড় ছেলে সাংবাদিক মোঃ আরিফুর রহমান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবকে ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এম. নাজিম উদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি এ.টি.এম মমতাজুল করিম প্রমুখ।
উল্লেখ্য সাংবাদিক মোঃ হাবিবুর রহমান দীর্ঘ ৪৪ বছর যাবৎ সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। তিনি জাতীয় গণমাধ্যম পিআইবি কর্তৃক রাষ্ট্রীয় স্বীকৃত একজন সাংবাদিক। তিনি সাংবাদিকতায় ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গত ২বছরে ১০টি জাতীয় ও নেপাল, ভারত, থাইল্যান্ড থেকে ৪টি আন্তর্জাতিক মানের পুরস্কার গ্রহন করেন। তার এই সাফল্যে দেশ-বিদেশ থেকে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না