লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত
- আপডেট সময় : ১২:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৬৩
নাজিম উদ্দিন রানা:
নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৫৩তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর পর বিজয় চত্বরে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পর্যায়ক্রমে পুলিশ সুপার তারেক বিন রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ, লক্ষ্মীপুর প্রেসক্লাবসহস বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন। পরে সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। এ ছাড়াও দিন ব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।