ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের কোনাপাড়া গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার (৭৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার (৩০ নভেম্বর) বাদ আছর পূর্ব কোনাপাড়া বায়তুন নূর নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধার সন্তানরা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান,নাতিসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গিয়েছেন। উপজেলা প্রশাসন গৌরীপুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড গভীর শোক প্রকাশ করেছে। জাতির এ শ্রেষ্ঠ সন্তানের আত্মার শান্তির জন্য দোয়া করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না