সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলা আহত ২
- আপডেট সময় : ১০:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / ৮২
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে একটি ট্রাকের গ্যারেজ দখল নিতে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪২ হাজার টাকা জোর পুর্বক ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী চঞ্চল গংয়ের বিরুদ্ধে। এ সময় গ্যারেজ মালিক আক্তারুজ্জামান (৪২) ও মিস্ত্রী কাওছার (৩৪) নামে দুজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নং ওয়ার্ডের জালকুড়ি বাঁশবাড়ির ঢাকা-লিংকরোড সংলগ্ন গ্যারেজ এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।উক্ত ঘটনায় ভুক্তভোগী মো. আক্তারুজ্জামান (৪২) বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন চঞ্চল (৪৩) পিতা. অজ্ঞাত সাং দেলপাড়া ফতুল্লা, মোঃ মিলন (৩২) পিতা. অজ্ঞাত সাং জালকুড়ি দক্ষিনপাড়া ও মোঃ রাজু (৪০), পিতা. অজ্ঞাত সাং. জালকুড়ি মাঝপাড়া।
অভিযোগ সুত্রে জানাযায়, চঞ্চল গং গ্যারেজের জায়গা দখল করে ক্লাব করার জন্য বৃহস্পতিবার দুপুরে বিবাদীরা দলবল নিয়ে গ্যারেজে এসে মিস্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রান নাশের হুমকি প্রদান করে। পরবর্তী আমি ঘটনা শুনে গ্যারেজে আসলে সন্ত্রাসীরা আমি ও আমার মিস্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমাদের দুজনকে রক্তাত্ত জখম করে। এসময় আমার সাথে থাকা নগদ ৪২ হাজার টাকা জোর পুর্বক ছিনিয়ে নেয়। আমার আত্বচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী আমাকে ফেলে রেখে চলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে দ্রুত গ্যারেজ খালি করতে বলে।