১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পাইকগাছায় এজলাসে পেট্রোল বোমা নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৭৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজিজুল ইসলাম:

খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এজলাস কক্ষের জানালা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক খোঁজ খবরে জানা গেছে অগ্নি সংযোগের কারণে আসামির কাঠগড়ায় ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, এসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে জানালা দিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ফলে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়ায় ও আইনজীবীদের বসার দুইটা সোফায় আগুন লাগে। পরে ফজরের নামাজে যাওয়ার সময় মুসল্লিরা টের পেয়ে আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি জানাজানি হলে আগুন লাগার কারণ উদঘাটন করতে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।
উল্লেখিত ঘটনার বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করার জন্য নাশকতাকারীরা অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি, যাহারা নাশকতাকারী তাদের আইনের আওতায় আনা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পাইকগাছায় এজলাসে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট সময় : ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজিজুল ইসলাম:

খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এজলাস কক্ষের জানালা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক খোঁজ খবরে জানা গেছে অগ্নি সংযোগের কারণে আসামির কাঠগড়ায় ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। ইতিমধ্যে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, এসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে জানালা দিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ফলে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়ায় ও আইনজীবীদের বসার দুইটা সোফায় আগুন লাগে। পরে ফজরের নামাজে যাওয়ার সময় মুসল্লিরা টের পেয়ে আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি জানাজানি হলে আগুন লাগার কারণ উদঘাটন করতে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।
উল্লেখিত ঘটনার বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করার জন্য নাশকতাকারীরা অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি, যাহারা নাশকতাকারী তাদের আইনের আওতায় আনা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন