রাজশাহীতে পেট্রোল বোমায় ঝলসে গেছে ট্রাক ড্রাইভারের শরীর
- আপডেট সময় : ০৬:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ৯০
সোহেল রানা, রাজশাহী:
রাজশাহীর বাঘায় অবরোধের পেট্রোল বোমায় ঝলসে গেছে ট্রাক ডাইভার মানিক দাসের (৪০) শরীর। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পেট্রোল বোমার আগুনে ট্রাকের কিছু অংশ ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বাঘা-চারঘাট মহাসড়কের বাঘা উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। আহত ট্রাক ডাইভার মানিক দাস মাগুরা সদরের পটুয়া গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁ থেকে চাল বোঝায় ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি বাঘা উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিসের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ করে হাত বোমা ছুঁড়ে। এতে ট্রাকের সামনে আগুন ধরে যায়। এতে ডাইভার মানিক দাসের দুই হাত ও মুখ ঝুলসে যায়। এ সময় ট্রাকের সামনের কিছু অংশ ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ট্রাকের হেলপার শ্যাম দাস বলেন, চলন্ত ট্রাকের ডাইভারের পাশে আমি বসেছিলাম। দুর্বৃত্তেররা ট্রাকটি দেখে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ডাইভারের শরীর ঝলসে গেছে। আমাদের চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তেররা পালিয়ে যায়। পরে তারা আগুন নিভিয়ে ড্রাইভারকে উদ্ধার করে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তেররা পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।