মোঃ মোরসালিন ইসলাম:
দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায়, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো.মানিক রতন,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ হারুন উর রশীদ,প্রচার সম্পাদক মোরসালিন ইসলামসহয় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় ভারপ্রাপ্ত সভাপতি সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন আপনারা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন কেউ যদি নাশকতা মূলক কর্মকান্ড করার চেষ্টা করে উপজেলার প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জাবো। শীতকাল হওয়ায় সড়ক দুর্ঘটনায় বেশি হয়। আপনারা সাবধানে রাস্তা গাড়ি চালাবেন। ফুলবাড়ী থানার ইনর্চাজ মোঃ মোস্তাফিজার রহমান বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন ফেয়ার, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে। বিশ্বাস রেখে নিজ নিজ ভোট কেন্দ্ররে এসে ভোট গ্রহণ করবেন। নির্বাচন কেন্দ্রে আপনারদের নিরাপত্তা দেওয়া জন্য ফুলবাড়ী থানার আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সর্বদা প্রস্তুত থাকবে। শীতের রাতে বেশি গরু চুরি হয়। যাদের বাসায় গরু আছে তারা যেন কষ্ট করে রাতে সজাগ থাকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না