নাটোর সংবাদদাতা
সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে পরিবহন ধর্মঘটে চলছে না বাস। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে ২৬ নভেম্বর ১১ দফা দাবি না মানলে আজ ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষনা দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ। সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় সকাল থেকেই কর্মবিরতি শুরু করে বাস শ্রমিকরা।
এতে রয়েছে বন্ধ নাটোর থেকে বিভিন্ন রুটের বাস চলাচল। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরী প্রয়োজনে বিকল্প যানে গন্তব্যে যেতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে তাদের। এতে ক্ষোভ জানান যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্টরা দাবি আদায়ে ধর্মঘটের কথা বললেও ধর্মঘটের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অভিযোগ করেন, আগামী ৩ ডিসেম্বরের গণসমাবেশে বাধা দিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে। রাজশাহী বিভাগে তারা সরকারের চাপে এই ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটকে উপেক্ষা করেই নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করবে, কোন বাধা গণসমাবেশকে আটকাতে পারবে না।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না