আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১২টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়ের অর্থায়নে ও সহযোগীতায় উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মসূচির মধ্যে ফেসটুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি কায়কাবুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য বাবুল ভক্ত, ইসমাইল হোসেন বাবু, নাসরিন আক্তার, নুরুন্নাহার সহ উপজেলা পর্যায়েরর কর্মকর্তা,-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না