গজারিয়া সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া থেকে ৭০ কেজি গাঁজা, ২৭৩ বোতল ফেন্সিডিল, তিন বোতল বিদেশী মদসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া নামক স্থানে চেকপোস্ট পরিচালনা কালে একটি প্রাইভেটকার গ্রামের ভিতর ঢুকে যায়, পুলিশের সন্দেহ হওয়ায় পিছু ধাওয়া করে বাউশিয়ার ফরাজীকান্দীস্থ এলাকায় জনৈক মফিজ উদ্দীন প্রধানের বাড়ীর সামনে থেকে (ঢাকা মেট্রো গ ২৮-৩৭৬১) প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে ও সহায়তায় ঐ গাড়ি থেকে এই মাদক জব্দ করে পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, গাড়ির চালক পলাতক রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না