মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এসময় ডাকাত দল শহীদ উল্যাহ (৫০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে। নিহত শহীদ উল্যাহ ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের আব্দুল হকের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ জানান, ডাকাত দল তার দোকানের ভিতরে ডুকে স্বর্ণের লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আরেক ব্যবসায়ী মেসার্স নূর জুয়েলার্সের মালিক নুর আলম জানান, একই সময়ে তার দোকান থেকে ৭ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের ভাষ্যমতে, ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় বিষয়টি টের পেয়ে ডাকাতদের প্রতিহত করতে চেষ্টা করায় নৈশ প্রহরী শহীদ উল্যাহর মাথায় ডাকাত দল আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহন করবে বলেও তিনি জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না