সুনামগঞ্জ জেলার মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল: নবাগত জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৯:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ৮০
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন আমি সুনামগঞ্জ জেলা প্রশাসনে। বিগত দিনে কর্মরত ছিলাম। আমার কিছূটা ধারনা আছে সুনামগঞ্জ সম্পর্কে। এছাড়াও আপনাদের কাছ থেকে সহযোগিতা পেলে সবাই কে নিয়েই কাজ করতে চাই। সুনামগঞ্জের ভৌগলিক অবস্থান অন্যান্য জেলার চেয়ে আলাদা। এখানকার কাজের ধরন ও আলাদা যেমন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। সুনামগঞ্জ জেলার মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল অনেকটাই তার জন্য ভাল ভাবেই কাজ সম্পন্ন করার আহবান জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সবাই কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর বিকাল সাড়ে তিন টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সুনামগঞ্জের সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়ের সময় এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী, সমাজ সেবকসৈয়দ মনোয়ার আলী, এ্যাডভোকেট সালেহ আহমদ, এডিশনাল পিপি এডভোকেট সামসুল আবেদীন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু.মহিলা পরিষদের গৌরী ভট্টাচার্য, সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক শাহ আবু নাসের, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীর মাহবুবুর রহমান. সহ সভাপতি আল হেলাল, সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ