পাইকগাছায় আ’লীগ মনোনীত প্রার্থীর সাথে লস্কর ইউপি পরিষদের মতবিনিময়
- আপডেট সময় : ০৯:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ৬৩
আজিজুল ইসলাম:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল এর সাথে ঐতিহ্যবাহী লস্কর ইউনিয়ন পরিষদবর্গ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লস্কর ইউপি কার্যলয়ে উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠেয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দার,রাড়ুলী ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ মজিদ গোলদার, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল কুদ্দুস সানা, ইউপি সদস্য এস এম মোফাজ্জেল হোসেন, জি এম তাজ উদ্দিন আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম সানা, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, অরুনা বেগম, মর্জিনা বেগম, অঞ্জলি রানী ঢালী সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।