মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।ফলে বুধবার রাত হতে জেলায় মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ২৪ ঘন্টায় জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ জেলায় ১৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে নিম্নচাপের কারণে এ বৃষ্টি হচ্ছে।তিনি আরও বলেন,শুক্রবার থেকে বৃষ্টি কমে আসবে। বৃষ্টির কারণে খানিকটা শীত অনুভূত হতে পারে। এছাড়া বৃষ্টি চলে যাওয়ার পর শীত কিছুটা বাড়তে পারে। এছাড়া শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশংকা রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না