বরিশাল প্রতিনিধি:
বরিশাল পটুয়াখালী মহাসড়কে দপদবিয়া জিরো পয়েন্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেপারী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে দপদপিয়া জিরো পয়েন্টে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্র গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজন নিহত হয় ও পরবর্তীতে আরো ১ জন নারী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে মাহেন্দ্র ৮ জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বেপারী পরিবহনের একটি বাস কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নলছিটি উপজেলার মোল্লাহাটের রাজিব ও বরিশালের চরবাইদার জসিম নামের এক যুবক। নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। আহতেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না