সাদ্দাম উদ্দীন রাজ:
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো বকুল মিয়া (৬১) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিওন)। বুধবার, ৬ ডিসেম্বর ভোর সাড়ে ৩ টায় তার নিজ বাড়িতে নানাবিধ অসুস্থতার দরুন শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ডাক্তার বাড়ির কাঞ্চন ভূঁইয়ার ছেলে। তিন ভাই পাঁচ বোনের মাঝে ৭ম। জীবদ্দশায় তিনি সংসার পাতেননি। অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউপি ২নং ওয়ার্ডে টানা ৭ম বারের ইউপি সদস্য নির্বাচিত হন। কয়েকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি বৈবাহিক সংসার না করে সবসময় নিজেকে জনসেবায় আত্মনিয়জিত রাখতেন। তার মৃত্যুর খবরে এলাকার মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলা প্রশাসন ও মির্জাপুর ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আত্নার মাগফেরাত কামনায় শোক প্রকাশ করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না