মাহমুদ হাসান রনি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জীবননগর থানা এলাকার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন। সোমবার সকাল সাড়ে ১০ টা হতে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর থানা এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া এলাকার বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ নাজিম উদ্দিন আল আজাদ,পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); পুলিশ সুপার।
তারা জীবননগর থানা এলাকায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন এর পাশাপাশি পুলিশের শাহাপুর ও রায়পুর পুলিশ ক্যাম্প এবং জীবননগর থানা আকস্মিক পরিদর্শন করেন। নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহব্বান জানান।এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপমর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না