মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের ফুল কিনতে এসে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬ টায় উপজেলার জুড়ানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আইনুর বিশ্বাস (২২) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
উল্লেখ্য শুক্রবার সকলে আইনুর তার চাচা শামিম হোসেনের বিয়ের গাড়ি সাজানোর জন্য মটরসাইকেল যোগে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ফুল কিনতে যান। ফুল নিয়ে বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গার কোমরপুর ঈদগার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সে সড়কের অপর ছিটকে পড়ে মাথার প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।রাতে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না