মাহবুব খান শিবপুর:
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব খিরারটেক গ্রামের বজলুর রহমানের ছেলে রাজমিস্ত্রী মেহেদীর বিরুদ্ধে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১২) নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেয়ের বাড়ি একই এলাকার বেতাগিয়া গ্রামে এবং সে কামরাব উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর নিয়মিত ছাত্রী।
শনিবার (২ডিসেম্বর) সকাল পর্যন্ত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত মেহেদীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ঐ ছাত্রীর বাবা লোকমান হোসেন। এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন ও সমালোচনা। মেয়েকে ফিরে পেতে কান্নাজড়িত কণ্ঠে আকুতি জানান বাবা লোকমান। তিনি জানান, ১২ বছর বয়সী আমার অবুঝ মেয়েটিকে সে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে ফেরত চাই।
এলাকাবাসী ও পরিবারসূত্রে জানা যায়, রাজমিস্ত্রী মেহেদী প্রায় সময়ই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীকে উত্যক্ত করতো। এ নিয়ে মেহেদীর পরিবারের কাছে একাধিকবার বিচার নালিশ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি তার পরিবার। এরই ধারাবাহিকতায় গত বুধবার কামরাব উচ্চ বিদ্যালয়ে আসার সময় ঐ ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মেহেদী। ঘটনার প্রায় ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান দিতে পারেনি মেহেদীর পরিবার। অভিযোগের বিষয়ে জানতে মেহেদীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মডেল থানার (ওসি) তদন্ত মো. মামুনুর রশিদ জানান, এইরকম ঘটনা এখন প্রায়শই ঘটছে। এই ঘটনায় অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না