মাথাভাঙ্গা স্পোর্টিং ক্লাবের আয়োজিত টিভিকাপ ডিকবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
- আপডেট সময় : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৭৫
মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে উক্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম খোকন। মিউচ্যুয়াল ট্র্রাস্ট ব্যাংক কর্মকর্তা ও মাথাভাঙ্গা গ্রাম এর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম তুর্যের সার্বিক সহযোগিতায় আব্দুল মান্নান সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. শাহাদাত হোসেন সরকার, আলী আহম্মদ মাষ্টার, আল-আমিন মাষ্টার, মো. গোলাম দস্তগীর, মো. দুলাল ঢালী, ইমন সরকার, জিহাদ হোসেন, নূর নবী, নাদিম ফয়সাল আহম্মেদ, সাব্বির হোসেনসহ এলাকার ক্রীড়ামোদী গন্যমান্য ব্যাক্তিবর্গ।
তাজুল ইসলাম তুর্র্য বলেন, খেলাধুলা মাদক থেকে দূরে রাখে, আমি চাই যুব সমাজ প্রতিটি গ্রামে এ রকম খেলার আয়োজন করবে। টুর্নামেন্টে ৩২টি দল অংশ গ্রহন করে ফাইনালে উঠে হানিরপাড় একাদশ বনাম মিলারচর জুনিয়র একাদশ। ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে হানিরপাড় একাদশ-২ এবং মিলারচর জুনিয়র একাদশ-৩ গোল করে জয় লাভ করে। রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন ডি এম কবির হোসেন।