সোহেল রানা, ররাজশাহী:
নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২জন গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফায়ার সার্ভিস মোড়ে এ দুঘর্টনা ঘটে। আহতরা সবাই রাজশাহী রুয়েট এর শিক্ষার্থী বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন, কুমিল্লা এলাকার হাসান মাহমুদের পুত্র ইসমান (২২) ও রংপুরের সাদজাদ (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে ইসমান, সাদজাদসহ আরেকজন কোর্টের দিকে যাচ্ছিলো। এসময় একটি ট্রাক তাদের ওভার ট্র্রেক করে কোর্টের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক আসলে কোর্টের দিকে যাওয়া ট্রাকটি বাম সাইডে চেপে গেলে মোটরসাইকেলের সংঘে ট্রাকের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী ইসমান ও সাদজাদ আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সদস্যরা। এদিকে রাজপাড়া থানা পুলিশ ট্রাকের চালক, হেলপারসহ ট্রাকটিকে আটক করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না