নৌকার প্রার্থী এমপি বকুলকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ৬০
সোহেল রানা, রাজশাহী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বনপাড়া বাইপাস থেকে স্বাগত জানিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে তাঁকে এ সংবর্ধনা দেন।
এসময় বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদ অধ্যক্ষ বাবুল আকতার, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) রোকনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহিদুল ইসলাম বকুল বলেন, গত ৫ বছরে লালপুর-বাগাতিপাড়ায় কোন চাঁদাবাজি, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি। এ জনপদের মানুষ শান্তিতে ঘুমাতে পারছেন। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই জনপদ থেকে অপরাজনীতির হোতা, দূর্নীতিবাজ, যারা গরীবের রক্ত চুষে খায় তাদের অস্তিত্ব বিলীন করে এই জনপদকে শান্তির জনপদে রুপ দেওয়ার মিশন অব্যাহত থাকবে।
এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারও অগ্নি-সন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। তাই জনগন তাদের প্রত্যাখান করেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন অব্যহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আপনাদের মাঝে আমাকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে