প্রতিদিনের নিউজঃ-
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ও দুটি দায়ের করা মামলাসহ বারো জন আসামিকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম বার। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ওয়ারেন্টভুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন- মহল্লা এলাকার আক্কেল আলীর ছেলে মোঃ নুরুজ্জামান (৫২), একই থানার রেহাত আলীর ছেলে মোঃ শাহ জাহান, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার আইনুল হকের ছেলে আরাফাত (অপু) (২৪), একই থানার সানারপাড় এলাকার মৃত চান মিয়ার ছেলে সফুর উদ্দিন, একই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে গোলজার হোসেন, কদমতলী এলাকার আব্দুলের ছেলে মোঃ সালাউদ্দিন, একই এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ মাজহারুল ইসলাম সোহেল, সানারপাড় এলাকার মৃত আস্কর আলীর ছেলে মোঃ বাবুল মিয়া, আদমজী সুমিলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ মোবারক (২৫)। দায়ের করা মারামারি ও অটো চুরির মামলায় আসামিরা হলেন, ফেনি জেলার দাগনভুঁইয়া থানার মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ কামাল উদ্দিন (৩০), সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার মৃত শহিদুল্লার ছেলে মেহেদী হাসান সাগর (২৫) এবং কদমতলী এলাকার মৃত রমজান আলীর ছেলে মোঃ হাবিব (৩০) গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবারাত্রি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ ।
ওসি মশিউর রহমান জানান, গতকাল রাতে আসামীদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না