প্রতিদিনের বিনোদন:
দক্ষিণী ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন রাশমিকা মান্দানা। ‘গুডবাই’-এর পর বলিউডে এ অভিনেত্রীর মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘মিশন মজনু’। তবে বক্স অফিসে দুটি ছবিই ব্যর্থ। এখন অবশ্য রাশমিকার জীবনে আশার আলো দেখাচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি। রণবীর কাপুরের বিপরীতে এই ছবি মুক্তি পেতে চলেছে ১ ডিসেম্বর।
সদ্য প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। অভিনেত্রীর ভক্তরা ভেবেছিলেন, এ ছবির হাত ধরেই বলিউডে সাফল্যের মুখ দেখবেন, কিন্তু হচ্ছে উল্টোটাই। রাশমিকার মুখে সংলাপ শুনে হাসাহাসি থেকে কটাক্ষ শুরু হয়েছে নেটপাড়ায়।
রাশমিকা ও রণবীর একটি দৃশ্যে কী বলছেন, কিছুই না কি বোঝা যাচ্ছে না, এমনটাই বলছেন নেটিজেনরা। অভিনেত্রীকে অনেকেই এই দৃশ্যে ‘গোলমাল’ ছবির তুষার কাপুরের সঙ্গে তুলনা করেছেন।
‘অ্যানিম্যাল’ ছবির টিজারে প্রকাশ্যে দেখা যায় বাকযুদ্ধে জড়িয়েছেন রাশমিকা-রণবীর; কিন্তু বাকযুদ্ধে কথা জড়িয়ে গেল অভিনেত্রীর। রীতিমতো সমাজমাধ্যমে ভাইরাল এই দৃশ্য। কেউ লিখেছেন, ‘দক্ষিণী অভিনেত্রী হিন্দি বললে এমনটাই হয়।’ আরও একজনের মতে, ‘অভিনয়টা একেবারেই পারেন না রাশমিকা। যদিও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে যাননি অভিনেত্রী। বরং আগামী কয়েক দিনে জোরদার ‘অ্যানিম্যাল’-এর প্রচার চলবে, সেই আভাস দিয়েছেন সমাজমাধ্যমের পাতায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না