ফোলীয়া ভূমিহীনদের আশ্রয় নাই, বিত্তশালীরাই পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্প অনিয়ম
- আপডেট সময় : ০৯:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ৯৪
মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা:
গাইবান্ধা সদর বোয়ালী ৮নং ইউনিয়ন ২নং ওয়ার্ড দক্ষিণ ফুলীয়ায় এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসন সবার কাছে ঘুরেও পায়নি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয় ঘর। কিন্তু প্রকল্পে ভূমিহীনদের আশ্রয় বিত্তশালীরাই পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্প ঘর।
গাইবান্ধায় শত চেষ্টা করেও কিছু ভূমিহীন এখনো পাইনি প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্প ঘর। যারা আশ্রয় প্রকল্প ঘর পাইনি তারা হলো, মোছাঃ আমিনা বেগম, পিতা আব্বাস আলী, মোছা. আজিরন বেগম, স্বামী মৃত একেনালি,সাবিনা বেগম, স্বামী মোঃ নিমুন মিয়া, মোঃ শহিদ মিয়া, মূত আবেদ আলী, শ্রীমতি কুমারী অর্চনা রানী, স্বামী শ্রী বিশু চন্দ্র এদের কোন ঘর বাড়ি নাই আশ্রয়হীন বিভিন্ন জায়গায় জীবন কাটাচ্ছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
ভূমিহীন ঘর শুধু ভূমি জন্য মিম্বার চেয়ারম্যান কাজগুলো করছে পুনরায় তদন্ত করা হোক যাদের বিল্ডিং বাড়ি তারাই পাশে টিনো এসিলিনের কাছে মাসের পর মাস ঘুরছে ভূমিহীনরা প্রমাণ সহকারে দিয়েছি,তার পরেও কোন সুফল মেলেনি।
নিজেদের অধিকার থেকে বঞ্চিত হওয়ায়, তারা আজ অসহায়। সঠিক তদন্তের মাধ্যমে অসহায় ভূমিহীনরা যেন,মাথা গোছানোর জায়গা পায়,নির্বাহী প্রকৌশল এর কাছে আমরা সকলে আশা বাদী।