আজিজুল ইসলাম, পাইকগাছা:
খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় পাইকগাছা থানার ওসি মো.রফিকুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার রফিকুল ও শ্রেষ্ঠ তামিলকারী অফিসার এস আই (নিঃ) কে.এম সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) খুলনা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান(পিপিএম-সেবা) সভাপতিত্বে খুলনা জেলা পুলিশের গত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অক্টোবর মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসের তুলনামূলক অপরাধ বিবরণীর পর্যালোচনা করে আইন- শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এসময় পাইকগাছা থানার দুই জন অফিসার অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ তামিলকারী অফিসার এস আই (নিঃ) কে.এম সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। এসময় পুলিশ সুপার শ্রেষ্ঠ অফিসারদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্রসহ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য, এবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না